শিরোনাম:
“আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন

ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা

রুহুল আমিনঃ
নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (NCP) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ ১৩৪ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এই কমিটিতে সুনামগঞ্জের ইমনদ্দোজা আহমদকে কেন্দ্রীয় প্রতিষ্ঠা সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যা তরুণ রাজনীতিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন স্থানীয় মহল।

সুনামগঞ্জ শহরের কালিবাড়ির বাসিন্দা ইমনদ্দোজা আহমদ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সুনামগঞ্জ শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তার নেতৃত্বগুণ প্রথমবারের মতো সংগঠনিকভাবে প্রকাশ পায়।

বর্তমানে তিনি ‘জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় কমিটির একজন সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে তরুণদের একত্র করে একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও আধুনিক বাংলাদেশ গড়াই সংগঠনের মূল লক্ষ্য।

নবগঠিত এই আহ্বায়ক কমিটি শিগগিরই সারাদেশে সাংগঠনিক সফর, মতবিনিময় সভা এবং তরুণদের নিয়ে সচেতনতা কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।

নবনিযুক্ত প্রতিষ্ঠা সংগঠক ইমনদ্দোজা আহমদ বলেন, “বাংলাদেশের তরুণ সমাজ আজ বিভ্রান্তি, বৈষম্য ও দমনমূলক রাজনীতির শিকার। ‘জাতীয় যুবশক্তি’ সেই বিভ্রান্তির জাল ছিঁড়ে নতুন এক রাজনৈতিক চেতনার বার্তা দিতে চায়। আমি বিশ্বাস করি, সংগঠনের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে সচেতন, সংগ্রামী ও মানবিক নেতৃত্ব গড়ে তোলা সম্ভব। এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের, তেমনি এক বিশাল দায়িত্বেরও সূচনা।”