শিরোনাম:
“আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন

ধর্মপাশায় স্মরণ সভা উপলক্ষে শাড়ী,লুঙ্গি ও গীতা বিতরণ

ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সুশীল চন্দ্র সরকারের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (৯অক্টোবর) বুধবার বিকেলে ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের কার্যালয়ে  সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিকাশ রঞ্জন চৌধুরী (ভানু চৌধুরী)। 

ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের সভাপতি দুলাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম চন্দ্র শীলের সঞ্চালনায় সুশীল চন্দ্র সরকারের স্মরণে অন্যদের মধ্যে বক্তব্যদেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক যতীন্দ্র চন্দ্র সরকার, ধর্মপাশা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মতি লাল দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব চয়ন কান্তি দাস প্রমুখ। সুশীল চন্দ্র সরকারের 

পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, তার বড় মেয়ে বীথি রাণী সরকার, ছোট মেয়ে তিথী রাণী সরকার, তার স্ত্রী আরতি রাণী সরকার, ছোট দুই ভাই অনীল চন্দ্র সরকার, অখিল চন্দ্র সরকার, ভাতিজা নব কুমার সরকার সহ স্থানীয় এলাকাবাসী। এছাড়াও অনুষ্ঠানে ২১জন দরিদ্র নারী – পুরুষের মধ্যে শাড়ী-লুঙ্গী ও পাঁচজন সাধু বৈষ্ণবদের মধ্যে সনাতন ধর্ময়ালম্বীদের ধর্মগ্রন্থ গীতা বিতরণ করা হয়।