শিরোনাম:
“আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ এক যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তে ভারতীয় ইয়াবসহ মো: ফজলু শাহ (৩৪) নামের এক যুবককে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।

আটককৃত ফজলু শাহ তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মোঃ সাজিনুর মিয়ার ছেলে।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি) এর সত্যতা নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানাযায়, আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলার বালিয়াঘাটা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ ফরহাদ মিয়া এর নেতৃত্বে একটি টহল দল সকাল সকাল ৬ টায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৮/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব লাকমা নামক স্থানে মো: ফজলু শাহ এর গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে আটককৃত ফজলু শাহ এর দেহ তল্লাশি করে ভারতীয় ২ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন, ১টি গ্রামীন সীম কার্ড, ১টি রবি সীম কার্ড ও ১ টি মেমোরী কার্ড জব্দ করে।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্তে টহল তৎপরতা জোরদারসহ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।