শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

ইজারাবিহীন চলতি নদী থেকে লুট হচ্ছে বালু পাথর 

বিশেষ প্রতিনিধি :

 সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান নদী থেকে অবাধে শত শত নৌকা দিয়ে দিনে দুপুরে  বালু পাথর আহরণ করছে স্থানীয় একটি চক্র। ফলে প্রশ্ন উঠেছে দিনে দুপুরে এই নদীটি থেকে বালু ও পাথর লুট হলেও 

পুলিশ কিংবা জেলা প্রশাসনের নিরব ভূমিকা পালন করছে। 

খোজ নিয়ে জানা যায়,  জেলার এই চলতি নদী থেকে প্রতিদিন রাতে ড্রেজার লাগিয়ে অবাধে বালু আহরণ করছে একটি চক্র।  পরে সেই বালু  বড় বড় বাল্কেড দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে।  এতে  পুলিশের নিরব ভূমিকায় এই নদী থেকে বালু-পাথর লুট করে সরকারের রাজস্ব মেরে প্রতিদিন কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।’এমনকি ইজারাবিহীন এই নদী থেকে ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধ বালু পাথর উত্তোলন করায় নদীর ভাঙ্গনের মুখে পড়েছে কয়েকটি গ্রাম। 

সদরগড় এলাকার বাসিন্দা মোবারক মিয়া বলেন, প্রতিনিয়ত অবৈধভাবে ইজারাবিহীন এই নদী থেকে বালু পাথর লুট করে নিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি চক্র অথচ প্রশাসনের কোনোও নজর দাঁড়ি নেই।

অক্ষয়নগর এলাকার বাসিন্দা কিবরিয়া বলেন, আগে ভাবতাম মনে হয় আওয়ামী লীগের  সরকারের লোকজন প্রভাব কাটিয়ে এই নদী থেকে বালু পাথর উত্তোলন করছে সে জন্য পুলিশ কিছু বলছে না। তাহকে এখন কারা ইজারাবিহীন এই নদী লুট করছে। আশা করি পুলিশ কিংবা জেলা প্রশাসন এই দিকে নজর দিবে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন,  আমরা নদী গুলোতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করার চেষ্টা করছি। 
তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক বলেন,  ধোপাজান ইজারাবিহীন নদীতে বালু আহরণ নিষিদ্ধ বলে জানান তিনি। কেউ অবৈধ ভাবে বালু পাথর আহরণ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’