শিরোনাম:
সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি বিক্ষোভ মিছিল তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার আটক আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না, আমাদের সন্তান,কারো ভাই,কারো বোন,,,স্বরাষ্ট্র উপদেষ্টা “বিগত ১৫ বছরে ৬ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে”- কলিমউদ্দিন আহমেদ মিলন রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা-শাল্লায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়।  দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা চোরাই চিনিসহ আটক ২

ইজারাবিহীন চলতি নদী থেকে লুট হচ্ছে বালু পাথর 

বিশেষ প্রতিনিধি :

 সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান নদী থেকে অবাধে শত শত নৌকা দিয়ে দিনে দুপুরে  বালু পাথর আহরণ করছে স্থানীয় একটি চক্র। ফলে প্রশ্ন উঠেছে দিনে দুপুরে এই নদীটি থেকে বালু ও পাথর লুট হলেও 

পুলিশ কিংবা জেলা প্রশাসনের নিরব ভূমিকা পালন করছে। 

খোজ নিয়ে জানা যায়,  জেলার এই চলতি নদী থেকে প্রতিদিন রাতে ড্রেজার লাগিয়ে অবাধে বালু আহরণ করছে একটি চক্র।  পরে সেই বালু  বড় বড় বাল্কেড দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে।  এতে  পুলিশের নিরব ভূমিকায় এই নদী থেকে বালু-পাথর লুট করে সরকারের রাজস্ব মেরে প্রতিদিন কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।’এমনকি ইজারাবিহীন এই নদী থেকে ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধ বালু পাথর উত্তোলন করায় নদীর ভাঙ্গনের মুখে পড়েছে কয়েকটি গ্রাম। 

সদরগড় এলাকার বাসিন্দা মোবারক মিয়া বলেন, প্রতিনিয়ত অবৈধভাবে ইজারাবিহীন এই নদী থেকে বালু পাথর লুট করে নিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি চক্র অথচ প্রশাসনের কোনোও নজর দাঁড়ি নেই।

অক্ষয়নগর এলাকার বাসিন্দা কিবরিয়া বলেন, আগে ভাবতাম মনে হয় আওয়ামী লীগের  সরকারের লোকজন প্রভাব কাটিয়ে এই নদী থেকে বালু পাথর উত্তোলন করছে সে জন্য পুলিশ কিছু বলছে না। তাহকে এখন কারা ইজারাবিহীন এই নদী লুট করছে। আশা করি পুলিশ কিংবা জেলা প্রশাসন এই দিকে নজর দিবে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন,  আমরা নদী গুলোতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করার চেষ্টা করছি। 
তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক বলেন,  ধোপাজান ইজারাবিহীন নদীতে বালু আহরণ নিষিদ্ধ বলে জানান তিনি। কেউ অবৈধ ভাবে বালু পাথর আহরণ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’