শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই একটি ট্রলি উল্টে গিয়ে চাপা পড়ে মিজানুর রহমান (২৫) নামে এক চালক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের গরকাঠি গ্রামের ইসকন মন্দির সংলগ্ন শাহ আরেফিন–অদ্বৈত্য মৈত্রী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যা মিম ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণে ব্যবহার করার জন্য যাদুকাটা নদীর তীর থেকে সিমেন্টবোঝাই মাহিন্দ্র ট্রলি সেতু এলাকার দিকে উঠাচ্ছিল। এ সময় ট্রলিটি ভারসাম্য হারিয়ে সামনের অংশ উল্টে যায় এবং পেছনের অংশের সঙ্গে চেপে ঘটনাস্থলেই চালক মিজানুর মারা যান।

তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন ঢাকা পোস্ট কে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।