শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধ -যৌথ বাহিনীর অভিযানে আটক ২৫

তাহিরপুর প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবৈধভাবে সীমান্ত নদী পাড় কেটে বালু পাথর উত্তোলনের সময় যৌথ বাহিনীর অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাত ২ টা থেকে ভোর ৭ টা পর্যন্ত পুলিশ, বিজিবি ও ব্যাটেলিয়ন আনসার সহ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পশ্চিম পাড় ঘাগটিয়া এলাকায় নদীর পাড় কেটে বালু পাথর উত্তোলনের সময় তাদের আটক করা হয়। পরে আটককৃত ২৫ জনকে সকল ১১টায় তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নদীর পাড় কেটে বালু পাথর উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ আইনে ৬ জনকে ৩ সপ্তাহ (২১ দিনের) এবং বাকি ১৯ জনকে ৩ মাসের (৯০ দিনের) কারাদণ্ড প্রদান করে কোর্ট হাজতে প্রেরণ করেন।

এর সত্যতা নিশ্চিত করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।