শিরোনাম:
সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি বিক্ষোভ মিছিল তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার আটক আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না, আমাদের সন্তান,কারো ভাই,কারো বোন,,,স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়।

২০১৭ সালে মুহাম্মদ নাঈম, সাব্বির আহমেদ ও আফজাল হোসেনসহ কয়েকজন তরুণের উদ্যোগে গঠিত হয় সুনামগঞ্জ হেল্পলাইন ফেসবুক গ্রুপ, যা বর্তমানে লক্ষাধিক সদস্যের একটি বৃহৎ কমিউনিটিতে পরিণত হয়েছে। সুনামগঞ্জ জেলার মানুষের কল্যাণে এ গ্রুপ নিয়মিত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ীসহ জেলার সর্বস্তরের মানুষ এই গ্রুপের মাধ্যমে নানারকম তথ্য ও সহায়তা পেয়ে থাকেন।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সিনিয়র শিক্ষক আফজাল হোসেন স্বপন চৌধুরী এবং সহকারী অধ্যাপক হারুন রশীদ সরকার। এ কর্মসূচি সার্বিকভাবে সহযোগিতা করেন আফজাল হোসেন (ফজল), মুহাম্মদ তরিকুল ইসলাম, হীরা মানিক (ইন্টার্ন, সুনামগঞ্জ সদর হাসপাতাল), ডা. মেহেদী হাসান (ডিএমএফ, ঢাকা), মাওলানা মাহমুদুল হাসান (মওদুদ), আরিফুর রেজা আরিফ এবং সুমন তালুকদারসহ সুনামগঞ্জ হেল্পলাইনের এডমিন প্যানেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন।’ তারা আরও উল্লেখ করেন, রক্তদানকে উৎসাহিত করা এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা জরুরি। সুস্থ প্রতিটি ব্যক্তির নির্দিষ্ট সময় পর রক্তদান করা উচিত এবং এর জন্য সঠিক রক্তের গ্রুপ জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুনামগঞ্জ হেল্পলাইনের এই মহতী উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।