শিরোনাম:
সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার

সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রি কলেজে সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়।

২০১৭ সালে মুহাম্মদ নাঈম, সাব্বির আহমেদ ও আফজাল হোসেনসহ কয়েকজন তরুণের উদ্যোগে গঠিত হয় সুনামগঞ্জ হেল্পলাইন ফেসবুক গ্রুপ, যা বর্তমানে লক্ষাধিক সদস্যের একটি বৃহৎ কমিউনিটিতে পরিণত হয়েছে। সুনামগঞ্জ জেলার মানুষের কল্যাণে এ গ্রুপ নিয়মিত বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ীসহ জেলার সর্বস্তরের মানুষ এই গ্রুপের মাধ্যমে নানারকম তথ্য ও সহায়তা পেয়ে থাকেন।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সিনিয়র শিক্ষক আফজাল হোসেন স্বপন চৌধুরী এবং সহকারী অধ্যাপক হারুন রশীদ সরকার। এ কর্মসূচি সার্বিকভাবে সহযোগিতা করেন আফজাল হোসেন (ফজল), মুহাম্মদ তরিকুল ইসলাম, হীরা মানিক (ইন্টার্ন, সুনামগঞ্জ সদর হাসপাতাল), ডা. মেহেদী হাসান (ডিএমএফ, ঢাকা), মাওলানা মাহমুদুল হাসান (মওদুদ), আরিফুর রেজা আরিফ এবং সুমন তালুকদারসহ সুনামগঞ্জ হেল্পলাইনের এডমিন প্যানেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন।’ তারা আরও উল্লেখ করেন, রক্তদানকে উৎসাহিত করা এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা জরুরি। সুস্থ প্রতিটি ব্যক্তির নির্দিষ্ট সময় পর রক্তদান করা উচিত এবং এর জন্য সঠিক রক্তের গ্রুপ জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুনামগঞ্জ হেল্পলাইনের এই মহতী উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।