শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

শাল্লায় নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

শাল্লা প্রতিনিধি:

সুনামগঞ্জের শাল্লায় নৌকা থেকে পড়ে তানিম মিয়া (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ছেলেটি মৃগীরোগে (খিঁচুনি) আক্রান্ত ছিল।শাল্লা উপজেলার গ্রাম শাল্লার কালনী নদীতে এই ঘটনা ঘটেছে।

জানা যায় নিখোঁজ যুবক ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে কয়েকজন যুবক নদীর পাড়ে বাঁধা একটি নৌকায় বসা ছিলেন। এমন অবস্থায় নৌকা থেকে পরে নিখোঁজ হন তানিম মিয়া।খিঁচুনি রোগ উটায় হঠাৎ সে নৌকা থেকে পড়ে যায়। সাথে থাকা লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে পায়নি।

নিখোঁজ যুবকের মামা স্থানীয় ইউপি সদস্য জহির মিয়া সুনামগঞ্জ টুডে কে জানান,তার আপন ভাগ্নে হঠাৎ নৌকা থেকে পড়ে যায়। আমরা অনেক খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। ফায়ারসার্ভিসকে খবর দিয়েছেন কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন খবর দিয়েছি ফায়ারসার্ভি শাল্লা স্টেশনে কোন লোক নেই,তাই আমরা পাশের জেলার আজমিরীগঞ্জ ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেছি তারা সকালে আসবেন বলে জানিয়েছেন। 

নিখোঁজ তানিমের সঙ্গে বসে থাকা স্থানীয় যুবক তাফসীর আলম চৌধুরী বলেন, তানিম আমাদের সাথেই বসা ছিলো।হঠাৎ তার খিঁচুনি রোগটি উটে যাওয়ায় সে নৌকা থেকে পড়ে যায়। নৌকা থেকে সাথে সাথে নেমেও আমরা তাকে পাইনি। 

শাল্লা ফায়ারসার্ভিস স্টেশন ইনচার্জ জয়ন্ত কুমার দাস সুনামগঞ্জ টুডেকে নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন আমরা শুনেছি একজন পানিতে পরে নিখোঁজ আছেন। অনুন্নত যোগাযোগ ব্যাবস্থা ও লোকবলের জন্য আমরা উদ্ধার কার্যক্রম করতে পারছি না।

শাল্লা থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান কে ফোনে পাওয়া যায়নি বলে তার বক্তব্য নেয়া যায় নি