স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের শাল্লায় এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষিকার নাম কাজল রানী দাশ। তিনি উপজেলা পুটকা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। গ্রামবাসীর গণস্বাক্ষরে ওই শিক্ষিকার অপসারণের দাবি করে শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। অভিযোগ সূত্রে জানা গেছে,ওই শিক্ষিকা দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত হয়ে অনিয়মিত পাঠদান করে আসছেন। তার বিরুদ্ধে রয়েছে স্কুল ফান্ডের টাকা ও ছাত্রছাত্রীদের উপ-বৃত্তির টাকা আত্মসাতেরও অভিযোগ। অভিযোগে গ্রামবাসী উল্লেখ করেন ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে খারাপ আচরণ ও প্রতারণা করে আসছেন তিনি।
স্কুলে বেশ কয়েকবার ক্ষুদ্র মেরামত ও স্লিপের টাকা বরাদ্দ পাওয়া সত্ত্বেও স্কুলের দরজা-জানালা,বাথরুম
ভাঙ্গা এবং বিদ্যুৎ না থাকা সহ নানা সমস্যার জর্জরিত রয়েছেন স্কুলটি। সপ্তাহে ৫ দিনের মধ্যে স্কুলে উপস্থিত থাকে একদিন। তাও দুপুর বারোটায় উপস্থিত হয়ে আবার দুপুর ২টায় স্কুল ত্যাগ করে চলে যান তিনি। এবং ২০১৭ সাল থেকে এই পর্যন্ত স্কুল ফান্ডে বরাদ্দের কোন হিসাব দেননি তিনি।
উল্লেখ এর আগে ওই শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিলেন গ্রামবাসী। কিন্তু অভিযোগ রয়েছে ওই শিক্ষিকা আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এবিষয়ে অভিযুক্ত শিক্ষিকা কাজল রানী দাশকে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায় নি। গতকাল তার স্কুলে গিয়েও তাকে পাওয়া যায় নি।
শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম বলেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।