শিরোনাম:
সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা: ঢাকায় গ্রেফতার আসামী রতন মিয়া “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন

ইজারাবিহীন চলতি নদী থেকে লুট হচ্ছে বালু পাথর 

বিশেষ প্রতিনিধি :

 সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান নদী থেকে অবাধে শত শত নৌকা দিয়ে দিনে দুপুরে  বালু পাথর আহরণ করছে স্থানীয় একটি চক্র। ফলে প্রশ্ন উঠেছে দিনে দুপুরে এই নদীটি থেকে বালু ও পাথর লুট হলেও 

পুলিশ কিংবা জেলা প্রশাসনের নিরব ভূমিকা পালন করছে। 

খোজ নিয়ে জানা যায়,  জেলার এই চলতি নদী থেকে প্রতিদিন রাতে ড্রেজার লাগিয়ে অবাধে বালু আহরণ করছে একটি চক্র।  পরে সেই বালু  বড় বড় বাল্কেড দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে।  এতে  পুলিশের নিরব ভূমিকায় এই নদী থেকে বালু-পাথর লুট করে সরকারের রাজস্ব মেরে প্রতিদিন কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি।’এমনকি ইজারাবিহীন এই নদী থেকে ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধ বালু পাথর উত্তোলন করায় নদীর ভাঙ্গনের মুখে পড়েছে কয়েকটি গ্রাম। 

সদরগড় এলাকার বাসিন্দা মোবারক মিয়া বলেন, প্রতিনিয়ত অবৈধভাবে ইজারাবিহীন এই নদী থেকে বালু পাথর লুট করে নিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি চক্র অথচ প্রশাসনের কোনোও নজর দাঁড়ি নেই।

অক্ষয়নগর এলাকার বাসিন্দা কিবরিয়া বলেন, আগে ভাবতাম মনে হয় আওয়ামী লীগের  সরকারের লোকজন প্রভাব কাটিয়ে এই নদী থেকে বালু পাথর উত্তোলন করছে সে জন্য পুলিশ কিছু বলছে না। তাহকে এখন কারা ইজারাবিহীন এই নদী লুট করছে। আশা করি পুলিশ কিংবা জেলা প্রশাসন এই দিকে নজর দিবে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন,  আমরা নদী গুলোতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করার চেষ্টা করছি। 
তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক বলেন,  ধোপাজান ইজারাবিহীন নদীতে বালু আহরণ নিষিদ্ধ বলে জানান তিনি। কেউ অবৈধ ভাবে বালু পাথর আহরণ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’