শিরোনাম:
বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই প্রশাসন কর্তৃক যাদুকাটা বালু মহাল ইজারাদারকে দখল দিতে দুষ্কৃতিকারীদের বাঁধা প্রদান সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা: ঢাকায় গ্রেফতার আসামী রতন মিয়া “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ

তাহিরপুরে ভুয়া সমন্বয়ক সেজে পারিবারিক বিরোধে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের নাম ব্যবহার করে ব্যাক্তিগত আক্রোশ ও পারিবারিক বিরোধের জেরে ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষসহ ছাত্রদের নামে করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

আজ ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের মেইন রোডে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধনটি করে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ বৈষম্য বিরোধী ছাত্র জনতা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমনন্বয়ক নাই। বাদাঘাটের কিছুসংখ্যক লোক তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করে। নিজেদের ভুয়া সমন্বয়ক সাজিয়ে কিন্তু দেশের এই পরিস্থিতিকে পুজি করে স্থানীয় একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যাক্তিগত আক্রোশ ও পারিবারিক বিরোধের জেরে ভুয়া সমন্বয়কদের দিয়ে ছাত্রসহ নিরপরাধ মানুষের জড়িয়ে একটি মিথ্যা মামলা করানো হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের আলা উদ্দিনের ছেলে আজিজুর রহমান (২৩) নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় মামলাটি করেন।

বক্তব্যে তারা আরও বলেন, মামলায় যাদের আসামী করা হয়েছে তাদের বেশিরভাগই নিরপরাধ ও ছাত্র। এবং তারা তাহিরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। ভুয়া সমন্বয়ক সেজে ছাত্র ও নিরপরাধ মানুষদের আসামি করে ব্যাক্তিগত আক্রোশে মিটানোর জন্য করা মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তপূর্বক মামলা থেকে তাদের অব্যবহিত দেয়ার জোর দাবি জানান মানববন্ধনে বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের ছাত্র জুবায়ের আহমেদ, মোহাম্মদ উজ্জ্বল হাসান, রাহান আহমেদ, ইমন, আব্দুল্লাহ, আজাহারুল ইসলাম, ইসমাঈল জাদিব প্রার্থীব প্রমুখ।