শিরোনাম:
সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি বিক্ষোভ মিছিল তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার আটক আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না, আমাদের সন্তান,কারো ভাই,কারো বোন,,,স্বরাষ্ট্র উপদেষ্টা “বিগত ১৫ বছরে ৬ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে”- কলিমউদ্দিন আহমেদ মিলন রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা-শাল্লায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়।  দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা চোরাই চিনিসহ আটক ২

রুদ্ধদ্বার বৈঠক, ফেসবুক–ইউটিউবকে সতর্কতা

আগামী বছর জাতীয় নির্বাচন। এর আগে চলতি বছরই ফেসবুক–ইউটিউবকে সতর্ক করে দিল ভারত সরকার।

শুক্রবার ফেসবুক–ইউটিউবের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-4434072742738955&output=html&h=200&adk=2848471102&adf=2464921463&pi=t.aa~a.265943086~i.3~rp.4&w=653&fwrn=4&fwrnh=100&lmt=1708407789&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4000482553&ad_type=text_image&format=653×200&url=https%3A%2F%2Fsylhetprothidin24.com%2Fnews-details%3Fnid%3D47073&fwr=0&pra=3&rh=164&rw=653&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&dt=1708407788780&bpp=1&bdt=2084&idt=1&shv=r20240215&mjsv=m202402120101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De43ff1a272c96956%3AT%3D1708407718%3ART%3D1708407718%3AS%3DALNI_MYDcqLjnzqG9xjY8ZeMy6qjejW_ig&gpic=UID%3D00000d0acd139219%3AT%3D1708407718%3ART%3D1708407718%3AS%3DALNI_MZRtvtRqpb-KzzDyEPQrpZo_vmTJg&eo_id_str=ID%3D358bed95c42965d5%3AT%3D1708407718%3ART%3D1708407718%3AS%3DAA-Afjbd4x5xCQx80-nfPMM_GNpG&prev_fmts=0x0%2C653x280%2C653x280%2C1200x280&nras=3&correlator=5796800931250&frm=20&pv=1&ga_vid=1042527921.1708407788&ga_sid=1708407788&ga_hid=1530473681&ga_fc=0&u_tz=360&u_his=5&u_h=768&u_w=1366&u_ah=738&u_aw=1366&u_cd=24&u_sd=1&adx=298&ady=1873&biw=1349&bih=625&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C44808398%2C31081186%2C95325066%2C31081168%2C95322182%2C95324154%2C95324161&oid=2&pvsid=1132251180436872&tmod=1320793510&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fsylhetprothidin24.com%2Fcategory%3Fcatid%3D7&fc=1408&brdim=-8%2C22%2C-8%2C22%2C1366%2C30%2C1382%2C754%2C1366%2C625&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1.01&ifi=5&uci=a!5&btvi=3&fsb=1&dtd=267

দুটি সূত্রের বরাতে রয়টার্স বলছে, ভুয়া তথ্য ছড়ালে আইন অনুযায়ী কী শাস্তি হতে পারে, তা ইউজারদের নিয়মিত জানাতে এসব সামাজিক মাধ্যমকে বলেছে ভারত সরকার।

রুদ্ধদ্বার বৈঠকে ভারত সরকারের প্রতিনিধিদের নেতৃত্ব দেন তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর। এ সময় তিনি বলেন, শিশু ও অন্যান্য ব্যক্তিদের জন্য সামাজিক মাধ্যমে যে নিয়ম সরকার করেছে, তা এখনো অনেক প্রতিষ্ঠান মানছে না।

এমন এক সময়ে এই বৈঠক হলো, যখন ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এসব কনটেন্টে ভুল তথ্য ছড়াচ্ছে বলে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী দাবি করেছেন।

তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর বলেন, এ নিয়ে ইউজারদের বারবার সতর্ক করা উচিত। আর সেই কাজটা সামাজিক এসব মাধ্যমকেই করতে হবে। সময়ে সময়ে মনে করিয়ে দেবে। তা না করলে এ ব্যাপারে সরকারি পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর ও ফেসবুক–ইউটিউবের হর্তাকর্তারা। তবে বেশ কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমের বিভিন্ন কনটেন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে মোদি সরকার।