শিরোনাম:
সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার

বাংলাদেশ প্রাবিস শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখা সাধারণ সম্পাদক নির্বাচিত এএইএম আসাদুল ইসলাম

স্টাফ রিপোর্ট ::

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজিঃ এস ১২০৬৮) সুনামগঞ্জ জেলা শাখার নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন এএইএম আসাদুল ইসলাম।

এ উপলক্ষে গত ২৭ জুলাই শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হল রুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সাধারণ সভায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলার জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটির দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক প্রনব দাস মিটু তার দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যবহিত নেন। পরে সভায় উপস্তিত কমিটির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সুনামগঞ্জ জেলা শাখার দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম সাধারণ-সম্পাদক আবু হোসাইন মোঃ আসাদুল ইসলামকে জেলা কমিটির সাধারণ-সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় জেলা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন রশিদ এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ-সম্পাদক আবু হোসাইন মোঃ আসাদুল ইসলাম এর সঞ্চালনায় প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাদ উদ্দিন মানিক সহকারি শিক্ষক ও গীতা পাঠ করেন সহ অর্থ সম্পাদক দেবব্রত মজুমদার নিক্সন।

এ ছাড়া বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ হারুন রশিদ, বিদায়ী সাধারন সম্পাদক- বাবু প্রনব দাস মিটু, সহ সভাপতি আব্দুল লতিফ আকঞ্জি,
সভাপতি(সদর) ও জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবু বাদল চন্দ্র তালুকদার, সাধারন-সম্পাদক(সদর উপজেলা), ক্রীড়া সম্পাদক (জেলা কমিটি) দবির উদ্দীন,
সভাপতি(বিশ্বম্ভরপুর উপজেলা)- জুগেন্দ্র চন্দ্র সরকার, জেলা কমিটির সহ-সভাপতি – মানিক লাল ধর, জেলা কমিটির সহ-সভাপতি- আবুল কালাম আজাদ, জেলা কমিটির সহ-সভাপতি – তমাল তালুকদার, জেলা কমিটির সহ-সভাপতি – এনামুল হক, সভাপতি(জগন্নাথপুর উপজেলা) প্রমুখ।