শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (এনসিপি)-এর সুনামগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ নয়ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাহমুদুল হাসান নাঈম।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ঘোষিত এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান বাপ্পি, আজিজুল হক অভি ও রায়হান আহমেদ রিত্তিক। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু বকর, প্রচার সম্পাদক রাফি আহমেদ রনু এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদুল ইসলাম নাহিদ।

কেন্দ্রীয় সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য পাঠাতে হবে। একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জ জেলায় দলের সাইবার কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানানো হয়।

কমিটি ঘোষণার পর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম সুনামগঞ্জ টুডেকে বলেন,

“আমরা সুনামগঞ্জে সাইবার কার্যক্রমকে আরও সংগঠিত ও ইতিবাচকভাবে পরিচালনা করতে চাই। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব। কোনো তথ্য প্রচারের আগে যাচাই করাই হবে আমাদের নীতি। একই সঙ্গে সাইবার বিভ্রান্তি থেকে উদ্ভূত মব লিঞ্চিং বা গণআক্রোশের মতো ভয়াবহতা যেন আর না ঘটে, সেটি রোধে আমরা সচেতনতা ও তথ্যভিত্তিক প্রচারণা চালাব। অনলাইন অপরাধ শনাক্তে ও প্রতিরোধে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করব।”

সভাপতি ফয়সাল আহমেদ নয়ন সুনামগঞ্জ টুডেকে বলেন,

“জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণদের নিয়ে আমরা একটি দায়িত্বশীল, দেশপ্রেমিক ও তথ্যনির্ভর সাইবার টিম গড়ে তুলতে চাই। সত্য, যুক্তি ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে সাইবার স্পেসে একটি ইতিবাচক ও সচেতন পরিবেশ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”