নিজেস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা–১ ও জাদুকাটা–২ বালু মহালে অবৈধভাবে বালু উত্তোলন ও নদীর পাড় কাটা বন্ধ এবং লাউড়েরগড় এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন ইজারাদাররা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।
ইজারাদারদের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের টেন্ডারে সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা নির্বাচিত হন। আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের পর পুনরায় রায়ে বৈধভাবে ইজারা পান এবং সরকারের রাজস্ব হিসেবে প্রায় ১০৭ কোটি টাকা পরিশোধ করেন।

তাদের অভিযোগ, ইজারা কার্যক্রম শুরু করার পর প্রতিপক্ষ একটি দুষ্কৃতকারী মহল হুমকি ও মিথ্যা মামলার মাধ্যমে তাদের কাজে বাধা দিচ্ছে। সম্প্রতি ওই চক্রটি মব সৃষ্টি করে জাদুকাটা নদীর লাউড় অংশে পাড় কেটে বালু লুট শুরু করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ভিডিও ছড়িয়ে ইজারাদারদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
ইজারাদারদের দাবি, তারা আদালত ও প্রশাসনের নির্দেশনা মেনে শ্রমিকদের দিয়ে সনাতনী পদ্ধতিতে নদীর মধ্য থেকে বালু উত্তোলন করছেন।“আমরা বৈধভাবে কাজ করছি। কেউ অবৈধভাবে পাড় কেটে বালু তুললে তার দায়ভার আমরা নেব না,” বলেন ইজারাদার প্রতিনিধি।
তারা আরও জানান, প্রশাসন ও বিজিবির সহায়তায় বর্তমানে অবৈধ উত্তোলন বন্ধ আছে এবং লাউড়েরগড় এলাকায় বাঁশের বেড়া বসিয়ে নদীর পাড় রক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।ইতিমধ্যে লাউড়েরগড় এলাকায় চার থেকে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়ে বাঁশের বেড়া বসানো হয়েছে, যাতে কোনো বল্কহেড বা নৌকা পাড়ে ভিড়তে না পারে এবং পাড় কেটে বালু উত্তোলন বন্ধ থাকে।
শেষে ইজারাদাররা বলেন,আমরা সরকারের রাজস্ব আদায় করছি, শ্রমিকদের কাজের সুযোগ দিচ্ছি। আমাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে প্রশাসন ও সাংবাদিক সমাজের সহায়তা চাই।