স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়নপুর গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট কয়লা ও বালু-পাথর ব্যবসায়ী মোঃ আব্দুল কাহার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন।সোমবার (১৩ জুন) তিনি এই অপহরণ ও ধর্ষণ মামলাটি দায়ের করেছেন।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, আব্দুল কাহারের মেয়ে রুবি আক্তার-কে বিগত শনিবার (১১ জুন) তারিখে সুনামগঞ্জ পৌরশহরের ৭নং ওয়ার্ডের তেঘরিয়া এলাকার বাসিন্দা মোঃ তুতা মিয়ার ছেলে জাকারিয়া হোসেন অপহরণ করে নিয়ে যায়। সে প্রথমে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। শনিবার দিরাই রাস্তার পয়েন্ট থেকে রুবি আক্তারকে অপহরণ করে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাদী আব্দুল কাহার জানান,যদি কোনো সহৃদয়বান ব্যক্তি রুবি আক্তার ও জাকারিয়া হোসেনের সন্ধান দিতে পারেন কিংবা তাদেরকে আইনের হাতে তুলে দেন, তবে তাকে নগদ পাঁচ লক্ষ (৫,০০,০০০) টাকা পুরস্কার প্রদান করা হবে। যোগাযোগ ০১৩০১৮৪০২৯৮
★ প্রেস বিজ্ঞপ্তি ★