শিরোনাম:
নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা।

তাহিরপুরে জলমহালের বাহিরেও নিরীহ জেলেদের মাছ ধরতে নিষেধাজ্ঞা ও হয়রানি প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার ভাটির নজপদ খ্যাত তাহিরপুর উপজেলার বৃহৎ মাটিয়ান হাওরের নির্দিষ্ট জলমহাল ব্যতীত অন্য স্থানেও নিরীহ সাধারণ জেলেদের মাছ ধরতে বাধাঁ নিষেদ ও বিভিন্নভাবে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ আওয়ামী সন্ত্রাসী ইজারাদারের বিরুদ্ধে।

তার প্রতিকার চেয়ে ও ইজারাদারের আওয়ামী সন্ত্রাসী কর্তৃ মাছ ধরায় সাধারণ জেলেদের বাধাঁনিষেদ ও বিভিন্নভাবে হয়রানি ও চাঁদাবাজির বন্ধের দাবিতে মানববন্ধন করে নির্যাতিত জেলেরা।

আজ মঙ্গলবার (২৭ আগষ্ট ) দুপুরে তাহিরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন মাটিয়ান হাওর পাড়ের প্রায় ২০ টি গ্রামের ৩ শতাধিক সাধারণ মৎস্যজীবী জেলে।

অনুষ্ঠিত মানববন্ধনে মাটিয়ান হাওর মৎস্যজীবী সমিতির সাধারন সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জালালাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য তৌহিদুল ইসলাম, মৎস্যজীবী নেতা শাহীনুর রহমান, সুলতান আহমদ, ইসলাম নূর, প্রমুখ।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভ মিছিলটি তাহিরপুর সদর বাজারের প্রধান প্রধান রোড় প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেয় মৎস্যজীবীরা।