শিরোনাম:
নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা।

দোয়ারাবাজারের পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার পুরস্কার বিতরনী ও অভিভাবক সম্মেলন।


দোয়ারাবাজার প্রতিনিধি

আল হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ আজাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ তানযিমুল মাদারিস লিল-বানাত সুনামগঞ্জ বোর্ডত্রয়ে সেরা ও মুমতাজপ্রাপ্ত ১৪৪৫ হিজরির শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ‘মারকাযুল উলূম ফাতেমাতুয যাহরা রাযি সুনামগঞ্জের দোয়ারাবাজারের আমবাড়ি পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার আয়োজনে মাদ্র্স প্রাঙ্গনে পুরস্কার বিতরনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও নাজিমে তালিমাত মাওলানা সাইদুজ্জামান আল হায়দর এবং মুফতি কামরুজ্জামানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আযাদ দ্বীনি এদারাায়ে ত’লিম বাংলাদেশের মহাসচিব শায়ক মাওলানা আব্দুল বছির মুহতামিম, জামেয়া মাদানিয়া সুনামগঞ্জ।

বিশেষ অতিথি হাফিজ মাওলানা ফখরুজ্জামান, পরিচালক জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট। ইজ্জত আলী চেয়ারম্যান মান্নার গাঁও ইউনিয়ন দোয়ারা বাজার। এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা খলীলুর রহমান নায়েবে মুহতামিম অত্র মাদ্রাসা, শায়খুল হাদীস মাও: শায়খ কবির আহমদ, মুফতি আব্দুল হক, সাবেক শিক্ষক মাও: আব্দুল কাশেম চাতল পাড়ি,মাও: উবায়দুল্লাহ আমিন, মাওলানা আব্দুল মুক্তাদির প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে মাদ্রাসার লেখা পড়ার উন্নতি দেখে ছাত্র শিক্ষকদের প্রতি সন্তষ্টি প্রকাশ করেন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মুছব্বির সাহেবের ভুয়সি প্রশংসা করেন তার সাথে সাথে এলাকার একটি কুচক্রী মহল কর্তৃক পরিকল্পিতভাবে হিংসাত্মক মূলক মাওলানা আব্দুল মুছব্বির সাহেবের উপর অন্যায় প্রোপাগান্ডা, মিথ্যা কুৎসাহ ও মানহানিকর বিভিন্ন অপপ্রচারণায় বিস্ময় প্রকাশ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।