শিরোনাম:
নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা।

শিক্ষকদের হাত আর্শীবাদের হাত

শাল্লা প্রতিনিধি::-

শিক্ষকদের হাত আর্শীবাদের হাত। শিক্ষকতা পেশাটি একটি মহান ও সম্মানজনক পেশা। শিক্ষকদের সম্মানের কথা বলে শেষ করা যাবে না। এই পেশা থেকেই মূলত সকল পেশার মানুষ তৈরি হয়। শিক্ষকদের দ্বারাই একটি জাতি গঠিত হয়। শিক্ষকেরা সমাজের অন্ধকার দূর করে উল্লেখ করে বক্তারা বলেন যদি শিক্ষকের মধ্যেও আলো না থাকে সমাজে আলো ছড়ানো সম্ভব নয়। আর সেই আলোয় সমাজে আলোকিত হয়ে উটে শিক্ষার্থীরা। এই শিক্ষক পেশাটি একটি শান্তির জায়গা। শিক্ষার্থীদের যদি সুশিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করা যায় তাহলে শিক্ষকদের মনে শান্তি মিলে।

একজন শিক্ষক শুধু শিক্ষাই দিয়ে থাকেন না। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে উৎসাহ দেওয়া হয়। একজন শিক্ষক শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করা হয়। বক্তারা বলেন বাবামায়ের পরে আসল গুরুজন হলো শিক্ষক। এই শিক্ষকেরা সমাজে আলো ছড়াতে বিভিন্নভাবে দিনেরাতে পরিশ্রম করে যায়। শিক্ষক নিয়ে যদি কেউ বলতে চায় তাহলে বলার শেষ হবে না। একজন মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পেছনে একজন শিক্ষকের ব্যাপক প্রভাব থাকে। একজন ভাল শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থীরা ভাল কিছুই শিখবে।

শাল্লায় বিশ্ব শিক্ষক দিবসে এসব কথা বলেন বক্তারা। উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ অক্টোবর শনিবার সকাল সাড়ে এগারোটায় গণমিলনায়তনে দিবসটি পালন করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে ও কুড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদ্রেরশ্রী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল,শাল্লা সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক তরুণ কান্তি দাস,শাল্লা হাসিমিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ কামরুল ইসলাম,এসআই নজরুল। 

এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল,কলেজের  প্রধানগণ ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে এ-বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেষ্ঠ ও গুণী শিক্ষক নির্বাচিতদের সম্মাননা হিসেবে তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়েছে।

ওদিকে অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গণমিলনায়তনে এসে অনুষ্ঠান শুরু করা হয়।