শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর থাকবে বিজিবি

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি

বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আপনাদের নিরাপত্তায় বিজিবি সার্বক্ষণিক তৎপর। উৎসবমুখর পরিবেশে এবারের পূজাটা সম্পুর্ণ করার লক্ষ্যে আমরা বিজিবির পক্ষ থেকে প্রতিটি বিজিবি ক্যাম্পে জনবল বাড়িয়েছি। এবং ১৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পূজার নিশ্চয়তা দেয়ার জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। সীমান্তবর্তী এলাকার বিভিন্ন জায়গায় বিজিবির পক্ষ থেকে বেসক্যাম্প করা হয়েছে। সীমান্তবর্তী যেখানে পূজামণ্ডপে ১০ মিনিটের মধ্যেই বিজিবি সদস্যরা পৌঁছাতে পারবে। এবং এবছর সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সবগুলো পূজামণ্ডপ সিসি ক্যামেরা আওতায় আনা হবে। তাই পূজামণ্ডপে পূজা চলাকালীন সময়ে যদি কেউ স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় সিসি ক্যামেরা ফুটেজ আইডেন্টিফাই করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এবং মাদকের বিরুদ্ধেও আমাদের বিজিবির পক্ষ থেকে জিরো টলারেন্স আছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।


সীমান্তের ০৮ কিঃমিঃ এর মধ্যে বিদ্যমান পূজা মন্ডপ সমূহে সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা,দুস্কৃতিকারীদের নাশকতামূলক কর্মকান্ডের অপচেষ্টা রোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পূজা মন্ডপ কমিটিসহ স্থানীয় সকলের সহযোগীতার আবহমান জানান।

আজ শনিবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ০৮ কি:মি: এর মধ্যে বিদ্যমান পূজা মন্ডপ সমূহে সৌহার্দপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন তিনি।


এসময় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এ কে এম জাকারিয়া,শ্রী শ্রী অদৈত্ব জন্মধাম কমিটির সভাপতি মদূসূদন রায়,লাউড়েরগড় মাদ্রাসা মাওলানা মাইনুদ্দিন,তাহিরপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গনেশ তালুকদার,পূজা মন্ডপ কমিটির সভাপতি, সেক্রেটারীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং লাউরগড় এলাকার গ্রামবাসী উপস্থিত ছিলেন।