শিরোনাম:
বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই প্রশাসন কর্তৃক যাদুকাটা বালু মহাল ইজারাদারকে দখল দিতে দুষ্কৃতিকারীদের বাঁধা প্রদান সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা: ঢাকায় গ্রেফতার আসামী রতন মিয়া “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু, দু’জনের অবস্থা আশংকাজনক

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ সোমবার(৭ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মামদপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে৷

নিহত ব্যক্তির নাম সিরাজ মিয়া ওরফে বিরাট (৪৫)। তিনি উপজেলার দামোধরতপী গ্রামের মৃত তেরাব আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী মোটর সাইকেল (সিলেট-ল ১২৬৭০৯) সাথে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল নিয়ে গেল কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে।

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্বাস আলী সুনামগঞ্জ টুডে কে ঘটনার সততা নিশ্চিত করেছেন।তিনি বলেন, এই সড়ক দুর্ঘটনায় নিহত বিরাট ব্যতিত আরো দুইজন মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।