শিরোনাম:
নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা।

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু, দু’জনের অবস্থা আশংকাজনক

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ সোমবার(৭ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মামদপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে৷

নিহত ব্যক্তির নাম সিরাজ মিয়া ওরফে বিরাট (৪৫)। তিনি উপজেলার দামোধরতপী গ্রামের মৃত তেরাব আলীর পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী মোটর সাইকেল (সিলেট-ল ১২৬৭০৯) সাথে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল নিয়ে গেল কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে।

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্বাস আলী সুনামগঞ্জ টুডে কে ঘটনার সততা নিশ্চিত করেছেন।তিনি বলেন, এই সড়ক দুর্ঘটনায় নিহত বিরাট ব্যতিত আরো দুইজন মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাদের পরিচয় সনাক্ত করা যায়নি।