ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সুশীল চন্দ্র সরকারের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯অক্টোবর) বুধবার বিকেলে ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের কার্যালয়ে সংগঠনটি এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিকাশ রঞ্জন চৌধুরী (ভানু চৌধুরী)।
ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠনের সভাপতি দুলাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসীম চন্দ্র শীলের সঞ্চালনায় সুশীল চন্দ্র সরকারের স্মরণে অন্যদের মধ্যে বক্তব্যদেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক যতীন্দ্র চন্দ্র সরকার, ধর্মপাশা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মতি লাল দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব চয়ন কান্তি দাস প্রমুখ। সুশীল চন্দ্র সরকারের
পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, তার বড় মেয়ে বীথি রাণী সরকার, ছোট মেয়ে তিথী রাণী সরকার, তার স্ত্রী আরতি রাণী সরকার, ছোট দুই ভাই অনীল চন্দ্র সরকার, অখিল চন্দ্র সরকার, ভাতিজা নব কুমার সরকার সহ স্থানীয় এলাকাবাসী। এছাড়াও অনুষ্ঠানে ২১জন দরিদ্র নারী – পুরুষের মধ্যে শাড়ী-লুঙ্গী ও পাঁচজন সাধু বৈষ্ণবদের মধ্যে সনাতন ধর্ময়ালম্বীদের ধর্মগ্রন্থ গীতা বিতরণ করা হয়।