ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গােৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং শারদীয় শুভে!চ্ছা বিনিময় করেছে ধর্মপাশা উপজেলা শাখা ছাত্রদল ও ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১০অক্টোবর) রাতে পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনি!ময় করেন।
গত (৯অক্টোবর) বুধবার থেকে ধর্মপাশা উপজেলার ৬টি ইউনিয়নে ২০টি পূজা মন্ডপে এই শারদীয় দূর্গোৎসব শুরু হয়েছে। এর নিরাপত্তায় পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসারের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা নিরাপত্তায় রয়েছেন।
ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তুষার খন্দকার বলেন, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। শার!দীয় উৎসবে কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলেও তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
ধর্মপাশা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ বলেন, পূজা মন্ডপে যে কোন ধরনের নাশকতা দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রদলের নেতা কর্মীরা নিয়োজিত আছে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় ধর্মপাশাতেও এবারের দুর্গাপূজায় ছাত্রদলের নেতাকর্মীরা সর্বোচ্চ নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান বলেন, হিন্দু ভাইবোনদের পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন। যদি সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কোথাও কোন ধরনের হামলা হয় অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ এলাকার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার দিয়ে যাচ্ছি। আপনাদের যেকোনো প্রয়োজনে ছাত্রদলের নেতৃবৃন্দকে ডাকলে আপনারা আমাদের পাশে পাবেন। কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোথাও অরাজকতা সৃষ্টি করে প্রশাসনকে জানানোর কথা বলেন তিনি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক যতীন্দ্র চন্দ্র সরকার বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। আবহমানকাল থেকে আমরা পূজা পার্বণ পালন করে আসছি।সব সময় সবাই আমাদের সহযোগিতা করেছে।ছাত্রদলের এ উদ্যোগকে বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তরুণদের স্বাগত জানাই।