শিরোনাম:
নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা।

বিজিবির অভিযানে ১ কোটি ৪২ লক্ষ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ ২৮ বিজিবির পৃথক

অভিযানে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা নৈগাং ও ঝিগাতলা থেকে প্রায় ১ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার আপেল ও মদ জব্দ করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) রাতে বিজিবির একটা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় বনগাও বিওপির নায়েক মোহাম্মদ জান্নাতুল ইসলামের নেতৃত্বে একটা টহল দল সুনামগঞ্জ সদর উপজেলার নৈগাং এলাকা থেকে ৩৮০ বোতল ভারতীয় মদ এবং সন্ধ্যায় চোরাচালান বিরোধী অভিযানে বিশ্বম্ভরপুর উপজেলার ঝিলাগতা থেকে ২২ হাজার ৫৪০ কেজি ভারতীয় আপেলসহ দুটি ট্রাক জব্দ করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, জব্দকৃত ৩৮০ বোতল ভারতীয় মদের বাজার মূল্য ৫ লক্ষ সত্তোর হাজার টাকা এবং জব্দকৃত ২২ হাজার ৫৪০ কেজি আপেল ও ট্রাকের মূল্য ১ কোটি ৩৬ লক্ষ টাকা।

সুনামাগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, চোরাচালান বন্ধে সীমান্তে টহল তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়ার কার্যক্রম চলছে এবং আপেল কাস্টমস এ জমা করা হবে।