স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ ২৮ বিজিবির পৃথক
অভিযানে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা নৈগাং ও ঝিগাতলা থেকে প্রায় ১ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার আপেল ও মদ জব্দ করা হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) রাতে বিজিবির একটা প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৩ টায় বনগাও বিওপির নায়েক মোহাম্মদ জান্নাতুল ইসলামের নেতৃত্বে একটা টহল দল সুনামগঞ্জ সদর উপজেলার নৈগাং এলাকা থেকে ৩৮০ বোতল ভারতীয় মদ এবং সন্ধ্যায় চোরাচালান বিরোধী অভিযানে বিশ্বম্ভরপুর উপজেলার ঝিলাগতা থেকে ২২ হাজার ৫৪০ কেজি ভারতীয় আপেলসহ দুটি ট্রাক জব্দ করা হয়।
বিজিবি সুত্রে জানা যায়, জব্দকৃত ৩৮০ বোতল ভারতীয় মদের বাজার মূল্য ৫ লক্ষ সত্তোর হাজার টাকা এবং জব্দকৃত ২২ হাজার ৫৪০ কেজি আপেল ও ট্রাকের মূল্য ১ কোটি ৩৬ লক্ষ টাকা।
সুনামাগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, চোরাচালান বন্ধে সীমান্তে টহল তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়ার কার্যক্রম চলছে এবং আপেল কাস্টমস এ জমা করা হবে।