দোয়ারাবাজার প্রতিনিধি
২৫ অক্টোবর (শুক্রবার) বিকেলে সুনামগঞ্জ জেলার উপজেলা দোয়ারাবাজার নরসিংপুর ইউনিয়ন ইছামতীবাজার সংলগ্ন গোল্ডেন ফিউচার মডেল একাডেমি প্রাঙ্গনে সভাপতি মাওলানা আব্দুল খালিক মানিকের সভাপতিত্বে ও মাওলানা নোমন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত দাওয়াতি মজলিসে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন হাফিজ মাওলানা ইয়াহিয়া মাহমুদ।
প্রধান অতিথির আলোচনা পেশ করেন মাওলানা মুফতি আজিজুল হক খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ ইকবাল হোছাইন খেলাফত মজলিস সভাপতি,সিলেট জেলা শাখা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম খেলাফত মজলিস সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা শাখা। মুহাম্মদ সাদিক সালীম বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য। মাওলানা রহমত আলী নির্বাহী সদস্য সুনামগঞ্জ জেলা শাখা।
মাওলানা শফিকুর রহমান সভাপতি দোয়ারাবাজার উপজেলা শাখা। মাওলানা আবু তাহের সাহেব মুহতামিম
লুভিয়া ও পূর্ব সোনাপুর মাদরাসা।মাওলানা মুজিবুর রহমান সহ-সভাপতি, দোয়ারাবাজার উপজেলা শাখা। মাওলানা কবির আহমদ সাধারণ সম্পাদক, দোয়ারাবাজার উপজেলা শাখা। মাওলানা মুহিবুর রহমান উসমান সহ-সভাপতি, ছাতক পৌর শাখা। হাফিজ মাওলানা মোস্তফা কামাল সভাপতি,ইসলামপুর ইউপি শাখা। মাহমুদুল হাসান রাহাত দায়িত্বশীল,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, সুনামগঞ্জ জেলা। মাওলানা ওলিউর রহমান বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংপুর ইউপি শাখার দায়িত্বশীল ও হেফাজতে ইসলাম নরসিংপুর ইউপি শাখার সেক্রটারী।
এসময় বক্তা’রা বলেন আল্লামা মামুনুল হক সাহেবের বাণী
” হয়তো শাহাদাত নয়তো খেলাফত” এই কথাটি উল্লেখ করে বলেন আল্লাহর জমীনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি শাহাদাত বরণ করতে হয় আমাদের শাহাদাত বরণ করতে প্রস্তুত থাকতে হবে, আর না হয় খেলাফত কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। ইসলামী রাজ কায়েমের জন্য খেলাফত মজলিসের কাজ কে আরো বেগবান করতে হবে।
প্রতিটি ইউনিয়ন শাখা, ওয়ার্ড শাখা গঠন করে খেলাফত মজলিসের কাজকে আরো শক্তিশালি করতে হবে,সমাজ বিনির্মাণে খেলাফত মজলিসের প্রতিটি কর্মীকে কাজ করে যেতে হবে। দ্বীন বিজয়ের জন্য খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই, তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইসলামী এমারত কায়েমের বাংলাদেশ, প্রধান অতিথিতের বক্তব্যে উপরোল্লিখিত বক্তব্য প্রদান করেন। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।