স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। আজ রবিবার (১০ নভেম্বর) ইমন দোজ্জা আহমদ কে আহ্বায়ক ও মেহেদী হাসান সাকিবকে সদস্যসচিব করে ৯৮ সদস্যের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। রবিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়।
কমিটির বিজ্ঞপ্তিতে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। কমিটিতে একজন করে মুখপাত্র ও মুখ্য সংগঠক, ১১ জন সংগঠক, ৯ জন যুগ্ম আহ্বায়ক, ৮ জন যুগ্ম সদস্যসচিব এবং ৬৬ জন সদস্য রাখা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটিতে আছেন, যুগ্ম আহ্বায়ক মো: ফয়সাল জামান , জিহান জুবায়ের, নাহত হাসান পৌলমি,শফিকুল ইসলাম, তানিয়া আলীম সোমা,পাবেল আহমদ, শামসুল ইসলাম শাওন,মাহফুজুর রহমান মুহিত,নাজমুল ইসলাম খান,যুগ্ম সদস্যসচিব খাইরুজ্জামান মাসুম,আহসানুল হক মাহি,আবু উবাইদা জামিল,জিসান আহমদ রাহি,মো: আবু তাসকিন,সামিয়া জান্নাত চৌধুরী, ইশতিয়াক আলম জাকি,আরিয়ান রাফি শিহাব,মুখ্য সংগঠক রুহি আক্তার, সংগঠক আলি আহসান চৌধুরী,শবনম দোজ্জা জ্যোতি, সুমাইয়া মেহজাবিন আমানি, আলী ইমরান,নাঈম আহমদ অন্তর, প্রিতম সুত্রধর,আলী আহমদ তালহা,খাদিজা আক্তার, হোসাইন সাবের,মো: আরমান হোসেন আবিদ, মুখপাত্র মো: রুহুল আমিন, সদস্য তাহমিদ আহমেদ, অমিত রায়,ইকবাল আলী সিয়াম,আল ফুয়াদ,সামসুজ্জামান,মাহফুজ আলম রাতুল,জায়েদ আহমেদ প্রমুখ।