স্টাফ রিপোর্টারঃ
ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব মনি পুরকায়স্থ ও বিটিপিটি প্রশিক্ষণার্থী ২০২৪ এর বিদায় উপলক্ষে এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ এনামুল হক মোল্লা।
সভাটি শুরু হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সন্তোষ কুমার চন্দের স্বাগত বক্তব্যের মাধ্যমে। তিনি বিদায়ী শিক্ষিকার কর্মজীবনের প্রশংসা করে তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, যেমন জনাব সোয়াজ্জল হোসেন এবং পিংকু তালুকদার। সদ্য বিদায়ী শিক্ষিকা জনাব মনি পুরকায়স্থও তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং শিক্ষার গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষিকাকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।