শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

রুহুল আমিনঃ


সুনামগঞ্জ সদর থানার মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৫৫ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত যুবকের নাম ইসমাইল (২২), পিতা—ইমান আলী। তার বাড়ি জাহাঙ্গীরনগর ইউনিয়নের নতুন গুদিগাঁও গ্রামে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে সদর থানার এসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সসহ হালুয়ারঘাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে বাজার এলাকায় সন্দেহভাজন হিসেবে ইসমাইলকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫৫ বোতল ভারতীয় উৎপাদিত অবৈধ মদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, “মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

আটক ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।