শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

“আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এসএসসি ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন শাহরিয়ার হক নাবিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সুকান্ত সাহা।

স্বাগত বক্তব্যে “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা সদস্য ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সৈকত দাস বলেন, “শান্তিগঞ্জে শিক্ষার অগ্রগতিতে ভূমিকা রাখতে ফাউন্ডেশন শুরু থেকেই কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।” এ সময় তিনি ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অনকোলজিস্ট ডা. ফয়জুর আহমেদুজ্জামান খান, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোঃ আতিকুর রহমান, এবং মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, “এই কৃতিত্ব কেবল পরীক্ষার ফলাফল নয়—এটি একটি নতুন যাত্রার সূচনা। ভবিষ্যতে সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে শিক্ষার্থীদের মূল পরিচয়। এখন থেকেই জীবনের লক্ষ্য স্থির করে সামনে এগিয়ে যেতে হবে দেশ ও সমাজের জন্য।”

অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত ৮ জন শিক্ষার্থী এবং উত্তীর্ণ আরও ৩১ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট, সনদপত্র ও উৎসাহমূলক উপহার তুলে দেওয়া হয়।

এছাড়া পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়কে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠান সফলভাবে আয়োজনের পেছনে ফাউন্ডেশনের চার উদ্যোক্তা—ডা. সৈকত দাস, আসাদুজ্জামান সজীব, রেজোয়ান কায়েস এবং শায়েখ রহমান—গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।

“আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন” ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করেন।