স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এবং গণপূর্ত বিভাগ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরা।
সভায় বক্তারা বলেন, “টেকসই নগরায়ণ ও মানবিক আবাসন ব্যবস্থার মাধ্যমে নিরাপদ ও সুন্দর বসবাসযোগ্য সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
তারা আরও বলেন, আধুনিক বসতি পরিকল্পনা শুধু শহরের জন্য নয়, গ্রামীণ জীবনমান উন্নয়নেও সমান গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি ঢল ও নদীভাঙনের মতো সমস্যায় হাওর অঞ্চলে বসবাসকারী মানুষদের টেকসই আশ্রয় নিশ্চিত করা এখন সময়ের দাবি।
আলোচনায় বক্তারা সরকারি-বেসরকারি সহযোগিতায় সুনামগঞ্জের হাওর অঞ্চলে নিরাপদ ও পরিকল্পিত বসতি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সভাপতি রেজাউল করিম বলেন, “মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে আশ্রয়। সেজন্য বসতি উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ, সংস্কৃতি ও স্থানীয় বাস্তবতা—সব কিছুই বিবেচনায় নিতে হবে।”
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, সুনামগঞ্জ।