শিরোনাম:
বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই প্রশাসন কর্তৃক যাদুকাটা বালু মহাল ইজারাদারকে দখল দিতে দুষ্কৃতিকারীদের বাঁধা প্রদান সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা: ঢাকায় গ্রেফতার আসামী রতন মিয়া “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এবং গণপূর্ত বিভাগ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরা।

সভায় বক্তারা বলেন, “টেকসই নগরায়ণ ও মানবিক আবাসন ব্যবস্থার মাধ্যমে নিরাপদ ও সুন্দর বসবাসযোগ্য সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”

তারা আরও বলেন, আধুনিক বসতি পরিকল্পনা শুধু শহরের জন্য নয়, গ্রামীণ জীবনমান উন্নয়নেও সমান গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাহাড়ি ঢল ও নদীভাঙনের মতো সমস্যায় হাওর অঞ্চলে বসবাসকারী মানুষদের টেকসই আশ্রয় নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আলোচনায় বক্তারা সরকারি-বেসরকারি সহযোগিতায় সুনামগঞ্জের হাওর অঞ্চলে নিরাপদ ও পরিকল্পিত বসতি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে সভাপতি রেজাউল করিম বলেন, “মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে আশ্রয়। সেজন্য বসতি উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ, সংস্কৃতি ও স্থানীয় বাস্তবতা—সব কিছুই বিবেচনায় নিতে হবে।”

অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ, সুনামগঞ্জ।