তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর শনিবার ( ২১ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত দ্বীন ইসলাম চরপাড়া গ্রামের মৃত সুলুতু মিয়ার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায় , দ্বীন ইসলাম বাড়ির অদুরে একটা খোলা জমিতে ধৈনচা (পাট শাক), মরিচ,লাকড়ি শুকাতে দেন। হঠাৎ করে বৃষ্টি পড়তে দেখে তিনি শুকাতে দেয়া ধৈনচা ও মরিচ ঘুচানোর জন্য গেলে বজ্রপাতে মারা যান তিনি।
সিরাজপুর গ্রামের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ কামাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ টুডে কে জানান , বাড়ি কাছেই বজ্রপাতের শিকার হোন দ্বীন ইসলাম । দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে ঘটনারস্থলে তিনি মারা যান।