শিরোনাম:
সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি বিক্ষোভ মিছিল তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার আটক আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না, আমাদের সন্তান,কারো ভাই,কারো বোন,,,স্বরাষ্ট্র উপদেষ্টা “বিগত ১৫ বছরে ৬ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে”- কলিমউদ্দিন আহমেদ মিলন রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা-শাল্লায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়।  দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা চোরাই চিনিসহ আটক ২

জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কুদ্দুসসহ পুরো পরিবারকে গলা কেটে হত্যার হুমকি

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিনিয়ত আব্দুল কুদ্দুস ও তার পুরো পরিবারকে গলা কেটে হত্যার হুমকি দিচ্ছে তার আপন চাচাত ভাই আব্দুল মতিন ও রুবেল আহমদ। নিজের ও পরিবারের প্রাণ বাঁচাতে আব্দুল কুদ্দুস সুনামগঞ্জ পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মৃত আমান উল্লার দুই ছেলে আব্দুল মতিন ও রুবেল আহমদ উগ্র, দাঙ্গাবাজ, লাঠিয়াল, পরধন লোভী, চোর, ডাকাত, হিংস্র, ভূমিখেকো ও খুনি প্রকৃতির লোক। এই দুই ভাইয়ের নেতৃত্ব একটি লাঠিয়াল বাহিনী পুরো গ্রামে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে এবং পরের জায়গা জমি জোর পূর্বক দখল করছে প্রতিনিয়ত।অভিযোগে আরোও উল্লেখ করা হয়,আমি আমার পরিবার নিয়ে শহরে বসবাস করি। কিন্তু দীর্ঘদিন ধরেআব্দুল মতিন ও রুবেল আহমদ এই দুই লোক আমার গ্রামের বাড়ির জায়গা দখল করার জন্য আমার মা ও ভাইয়ের স্ত্রী এবং ৩ ভাতিজীর সাথে খারাপ ব্যবহার করছে।

তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে এই ঘর তাদের না দিলে আমিসহ আমার পুরো পরিবারকে গলাকেটে হত্যা করবে। পাশাপাশি সে আমার মা, ভাবি ও ভাতিজির ছবি মোবাইলে ধারণ করে নিয়ে আসছে। যা সে যে কোনোও সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাদের মানহানি করবে। এমনকি দেশের বাইরে থেকে যখন আনার অন্য ভাই ও ভাতিজা দেশো ফিরে আসবে তখন তাদেরও হত্যা করবে বলে তারা হুমকি দামকি দিচ্ছে।এমনকি তাদের এই সব কার্যকার্লাপে আমি বাধা দিচ্ছি বকে সে আমার জায়গা এখন দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে পাশাপাশি আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার করছে

।অভিযুক্ত আব্দুল কুদ্দুস বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি পুলিশ সুপার মহোদয় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। তা না হলে আসামি পক্ষ আমার কিংবা আমার পরিবারকে যে কোনোও দিন প্রাণে হত্যা করবে।