শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল কুদ্দুসসহ পুরো পরিবারকে গলা কেটে হত্যার হুমকি

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিনিয়ত আব্দুল কুদ্দুস ও তার পুরো পরিবারকে গলা কেটে হত্যার হুমকি দিচ্ছে তার আপন চাচাত ভাই আব্দুল মতিন ও রুবেল আহমদ। নিজের ও পরিবারের প্রাণ বাঁচাতে আব্দুল কুদ্দুস সুনামগঞ্জ পুলিশ সুপারের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মৃত আমান উল্লার দুই ছেলে আব্দুল মতিন ও রুবেল আহমদ উগ্র, দাঙ্গাবাজ, লাঠিয়াল, পরধন লোভী, চোর, ডাকাত, হিংস্র, ভূমিখেকো ও খুনি প্রকৃতির লোক। এই দুই ভাইয়ের নেতৃত্ব একটি লাঠিয়াল বাহিনী পুরো গ্রামে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে এবং পরের জায়গা জমি জোর পূর্বক দখল করছে প্রতিনিয়ত।অভিযোগে আরোও উল্লেখ করা হয়,আমি আমার পরিবার নিয়ে শহরে বসবাস করি। কিন্তু দীর্ঘদিন ধরেআব্দুল মতিন ও রুবেল আহমদ এই দুই লোক আমার গ্রামের বাড়ির জায়গা দখল করার জন্য আমার মা ও ভাইয়ের স্ত্রী এবং ৩ ভাতিজীর সাথে খারাপ ব্যবহার করছে।

তাদের লাঠিয়াল বাহিনী নিয়ে এই ঘর তাদের না দিলে আমিসহ আমার পুরো পরিবারকে গলাকেটে হত্যা করবে। পাশাপাশি সে আমার মা, ভাবি ও ভাতিজির ছবি মোবাইলে ধারণ করে নিয়ে আসছে। যা সে যে কোনোও সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাদের মানহানি করবে। এমনকি দেশের বাইরে থেকে যখন আনার অন্য ভাই ও ভাতিজা দেশো ফিরে আসবে তখন তাদেরও হত্যা করবে বলে তারা হুমকি দামকি দিচ্ছে।এমনকি তাদের এই সব কার্যকার্লাপে আমি বাধা দিচ্ছি বকে সে আমার জায়গা এখন দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে পাশাপাশি আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপচার করছে

।অভিযুক্ত আব্দুল কুদ্দুস বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি পুলিশ সুপার মহোদয় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন। তা না হলে আসামি পক্ষ আমার কিংবা আমার পরিবারকে যে কোনোও দিন প্রাণে হত্যা করবে।