শিরোনাম:
নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা।

দোয়ারাবাজারে টাস্কফোর্স অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ

দোয়ারাবাজার প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় আপেল জব্দ করেছে।

সোমবার(১৪ অক্টোবর)দুপুরে সহকারী কমশিনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে ৯হাজার ৮শত কেজি কেজি আপেল জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজারে পরিত্যাক্ত দোকানে সিভিল প্রশাসনের সাথে বিজিবি ও পুলিশের সমন্বয় পূর্বক টাস্কফোর্স অভিযানে ৯হাজার ৮শত কেজি কেজি আপেল জন্দ করা হয়। যার আনুমানিক মুল্য ২৪লাখ ৫০ হাজার টাকা।

এব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন,টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় আপেল জব্ধ করা হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।