শিরোনাম:
সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলা: ঢাকায় গ্রেফতার আসামী রতন মিয়া “আলোকিত সমাজ শিক্ষা ফাউন্ডেশন”-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক এইচ এম পি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজারে টাস্কফোর্স অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ

দোয়ারাবাজার প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযানে ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় আপেল জব্দ করেছে।

সোমবার(১৪ অক্টোবর)দুপুরে সহকারী কমশিনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযানের মাধ্যমে ৯হাজার ৮শত কেজি কেজি আপেল জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলাবাজারে পরিত্যাক্ত দোকানে সিভিল প্রশাসনের সাথে বিজিবি ও পুলিশের সমন্বয় পূর্বক টাস্কফোর্স অভিযানে ৯হাজার ৮শত কেজি কেজি আপেল জন্দ করা হয়। যার আনুমানিক মুল্য ২৪লাখ ৫০ হাজার টাকা।

এব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন,টাস্কফোর্স অভিযানের মাধ্যমে বিপুল পরিমাণ ভারতীয় আপেল জব্ধ করা হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।