শিরোনাম:
সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি বিক্ষোভ মিছিল তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার আটক আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না, আমাদের সন্তান,কারো ভাই,কারো বোন,,,স্বরাষ্ট্র উপদেষ্টা “বিগত ১৫ বছরে ৬ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে”- কলিমউদ্দিন আহমেদ মিলন রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা-শাল্লায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়।  দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা চোরাই চিনিসহ আটক ২

দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা চোরাই চিনিসহ আটক ২


দোয়ারাবাজার প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে- দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মৃত আজর আলীর পুত্র আছকির আলী (৪০) এবং একই গ্রামের আব্দুন নুরের পুত্র মাইনুদ্দিন (২৫)। 

পুলিশ জানায়, শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে আটককৃতদের বসতঘর থেকে শুল্ককর ফাঁকি দিয়ে চোরাইপথে নিয়ে আসা ৫২ বস্তা ভারতীয় চিনিসহ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৬০ হাজার টাকা। দোয়ারাবাজার থানার ওসির দিক নির্দেশনায় অভিযানে অংশ নেন এস আই মোহাম্মদ আতিয়ার রহমান, এএসআই সুমন চন্দ্র দেবসহ সঙ্গীয় ফোর্স।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, উদ্ধার হওয়া চোরাই চিনি জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।