শিরোনাম:
সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি বিক্ষোভ মিছিল তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার আটক আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না, আমাদের সন্তান,কারো ভাই,কারো বোন,,,স্বরাষ্ট্র উপদেষ্টা “বিগত ১৫ বছরে ৬ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে”- কলিমউদ্দিন আহমেদ মিলন রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা-শাল্লায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়।  দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা চোরাই চিনিসহ আটক ২

সেভেন স্টার ফুটবল ক্লাবের ফাইনালে বিজয়ী ফ্রেন্ডস ফরেভার এফসি

0-0x0-0-0#

স্টাফ রিপোর্টারঃ

‘আমরাই গড়বো মাদকমুক্ত বাংলাদেশ ’ এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের বড়পাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মুখোমুখি হয় ফ্রেন্ডস ফরেভার এফসি ও ওহি এফসি।

শুক্রবার বিকেল ৪ টায় পৌর শহরের বড়পাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুর মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। সেভেন স্টার ফুটবল ক্লাবের আয়োজনে আজকের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বড়পাড়ার সাবেক ফুটবলার ও ক্রীড়া প্রেমী ব্যাক্তিত্ব শফিক আহমেদ, ৮ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আহমদ নুর, ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ আব্দুল্লাহ, বড়পাড়া ফুটবল একাডেমির সভাপতি এনাম আহমদ, সাবেক ফুটবলার তোফাজ্জল হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী শাহ শাহেল আহমেদ, ক্রীড়া ব্যাক্তিত্ব হুশিয়ার আলম,মাহমুদুল হাসান মিলন, সাদ্দাম হোসেন,বুলবুল আহমেদ প্রমুখ ।

৫০ মিনিটের ফাইনাল খেলায় শুরুর দিক থেকেই ওহি এফসি আক্রমনাত্মক খেললেও গোলের দেখা পায় নি ওহি এফসি। ফ্রেন্ডস ফরেভার এর দুর্দান্ত প্রতিরোধে বল জালে জড়াতে পারে নি তারা। অপরদিকে ফ্রেন্ডস ফরেভারের স্ট্রাইকার মাহবুব ও রফিকুল অনেক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেন নি একটিও। আক্রমণ পালটা আক্রমনের মধ্যে গোল শূন্য ড্র হয় মুল সময়ের ৫০ মিনিটের খেলা। পরে ট্রাইবেকাররের সিদ্ধান্ত নেওয়া হয়। ট্রাইবেকারে প্রথমে প্রতিটি দল ৪ টি করে শট নেওয়ার সুযোগ পায়। উভয় দল ৪ শটে ২ টি করে গোল পাওয়াও কমিটির সিদ্ধান্ত অনুয়ায়ী আরো ১ টা করে শট নেওয়ার সিদ্ধান্ত হয়৷ পরবর্তীতে ট্রাইবেকারে ৩-২ গোলে জয় পায় ফ্রেন্ডস ফরেভার।

পরে খেলা শেষে সন্ধ্যার দিকে উপস্তিত অতিথিরা চ্যাম্পিয়ন দল ফ্রেন্ডস ফরেভারের হাতে হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল ওহি এফসির হাতেও পুরষ্কার তুলে দেয় হয়। টুর্নামেন্টেজুড়ে ৮ টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরুষ্কার গ্রহণ করেন, সিলসিলা এফসি’র জাকারিয়া আহমেদ। সেরা গোলকিপারের পুরষ্কার গ্রহণ করেন বিজয়ী টিম ফ্রেন্ডস ফরেভারের ইসমাইল হোসেন। টুর্নামেন্টের সব ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহন করেন বিজয়ী দল ফ্রেন্ডস ফরেভার এফসির মাহবুব আলম।

পুরস্কার বিতরণ শেষে সেভেন স্টার ফুটবল ক্লাবের পরিচালক ও টুর্নামেন্টের প্রধান আয়োজক ওয়াহিদ আহমেদ সুনামগঞ্জ টুডেকে জানান, আমাদের এলাকায় মাদকের সাম্রাজ্যে পরিণত হয়েছে। হাত বাড়ালেই আমাদের এলাকায় মাদক পাওয়া যায়। মাদকের ভয়াল থাবা থেকে কোমলমতি শিশুদের দূরে রাখার জন্যই আমাদের এই টুর্নামেন্টের আয়োজন। আমরা ভবিষ্যতেও এমন আয়োজন করবো। আমরা সবাই মিলে চেষ্টা করলে একদিন মাদকমুক্ত হবে আমাদের বাংলাদেশ।