শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

চোরাইপথে কয়লা আনতে  গিয়ে  মাটি চাপায় কয়লা শ্রমিকের মৃত্যু 

তাহিরপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাওঁ সীমান্তের কলাগাঁও এলাকা দিয় ভারত থেকে চারাই পথে কয়লা আনতে গিয়ে কয়লাখনির (কয়লার চোরাই গর্ত) মাটি চাপা পরে আবুল হাসান (৩০) নামের এক কয়লা শ্রমিকের মত্যু হয়ছে। নিহত আবুল হাসান উপজলার শ্রীপুর উত্তর ইউনিয়নর কলাগাঁও গ্রামর মুক্তিযুদ্ধা  আলকাছ মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, রাববার (১৫ সপ্টম্বর) ভোর রাতে প্রতিদিনের মতো চারাগাওঁ সীমান্তের কলাগাঁও এলাকা দিয়ে ১০-১২ জনের একটি গ্রুপ চোরাইপথ ব্যবহার করে ভারতের মেঘালয় পাহাড়ের চোরাই কয়লা খনি থেকে চুরি করে কয়লা আনতে যায়।  এ সময় কয়লার খনির( চোরাই গর্ত) ভিতর থেকে কয়লার বস্তা নিয়ে বাহিরে আসার পথে হঠাৎ উপর থেকে খনির পাথর ও মাটি ভেঙে পড়ে। এ সময় তার সাথে থাকা সঙ্গীরা গর্তের ভিতর থেকে বাহিরে বেড়িয়ে আসতে পারলেও আবুল হাসান পাথর ও মাটি চাপায় মারা যায়। এক পর্যায়ে আবুল হাসানের সঙ্গে থাকা শ্রমিকরা বাংলাদেশে এসে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে তার সঙ্গে থাকা শ্রমিক ও তার আত্মীয় স্বজনরা ভারতের মেঘালয় পাহাড়ের কয়লা খনিতে গিয় আবুল হাসানের লাশ উদ্ধার করে বাংলাদশে তার বাড়িতে নিয়ে আসে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নর অধিনায়ক ল. কর্নল এ কে এম জাকারিয়া ঢাকা পোস্ট কে জানান , সীমান্ত দায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে চারাই পথ ব্যবহার করে ওপার থকে কয়লা আনতে গিয়ে একজন নিহত হয়ছে। তার লাশ উদ্ধার করে বাংলাদশে নিয়ে এসছে। তিনি বলন, সীমান্তে প্রতিটি বিজিবি ক্যাম্পে আগের তুলনায় বিজিবি সদস্য বাড়ানো হয়ছে এবং সীমান্তে কড়া নজরদারি রয়ছে। এসব চোরাচালানের সঙ্গে যারা জড়িত তাদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।