দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সমাজের বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে দোয়ারাবাজার থানার হল রুমে থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দোয়ারাবাজার থানার (তদন্ত) কর্মকর্তা শামসুদ্দিন এর সভাপতিত্বে ও এস আই আবুল বাশার এর পরিচালনায় সভা এ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন ঘটনা ও তথ্য পুলিশকে অবগত করার পাশাপাশি কোনো পুলিশ কর্মকর্তা আইন বহির্ভূত কোনো কাজে জড়িত হলে কিংবা অযথা কাউকে হয়রানি করলে সরাসরি জানানোর জন্য আহ্বান জানান তারা।