ধর্মপাশা প্রতিনিধি:
৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা-২৪ উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সাঁতার, দাবা ও কাবাডি খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৭অক্টোবর) সোমবার বিকাল ৩টার দিকে
উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতি ধর্মপাশা ও মধ্যনগর এর আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশরাফ উদ্দিন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নবাব আলী, বিউটি আক্তার, সহকারি শিক্ষ শাহীদুল মওলা, অবিলাস পাল, উত্তম কুমার, ক্রিড়া শিক্ষক শাহ নূর মোহাম্মদ, আয়েশা আক্তার, সাবিনা আক্তার, রাজু আহমেদ, আতিকুর রহমান সাংবাদিক ফারুক আহমেদ প্রমুখ। কাবাডি,সাতার ও দাবা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ ৫৬জনকে ট্রফি ও প্লেট পুরস্কার দেওয়া হয়।