শিরোনাম:
সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি বিক্ষোভ মিছিল তাহিরপুরের লাউড়েরগড় সীমান্তে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনার আটক আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না, আমাদের সন্তান,কারো ভাই,কারো বোন,,,স্বরাষ্ট্র উপদেষ্টা “বিগত ১৫ বছরে ৬ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে”- কলিমউদ্দিন আহমেদ মিলন রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা-শাল্লায় শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়।  দোয়ারাবাজার সীমান্তে ৫২ বস্তা চোরাই চিনিসহ আটক ২

দোয়ারাবাজারে খাসিয়ামারা নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা (মরা) নদী থেকে নিখোঁজ এখলাছ মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে দোয়ারাবাজারের শরীফপুর মোল্লাবাড়ী এলাকায় খাসিয়ামারা নদী থেকে লাশটি উদ্ধার করে দোয়ারাবাজার ফায়ার স্টেশনের তত্ত্বাবধানে সুনামগঞ্জ ডুবুরি দল ।

দুর্ঘটনার শিকার হয়ে মারা যাওয়া এখলাছ মিয়া, উপজেলার সুরমা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।

স্থানীয়দের তথ্যানুযায়ী মাছ ধরতে গিয়ে নদীতে পরে নিখোঁজ হয়ে যান এখলাছ। ঘটনার সময় ছিল তার দুই বছরের সন্তান আজিদুর রহমান তার সাথেই নৌকায় ছিলো।

তার জানান, সকাল ৮টার দিকে এখলাছ মিয়া তার চাচাতো ভাই ফারুক মিয়ার বাড়ির পাশে ছোট একটি ডিঙ্গি নৌকায় চেলা জাল নিয়ে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর প্রতিবেশী জালাল আহমেদ নদীতে অন্য নৌকায় নিয়ে যাওয়ার পথে শিশু আজিদুরকে নোকায় বসে কাঁদতে দেখে চিৎকার করেন এবং জানতে চান—”এটা কার বাচ্চা?” পরে স্থানীয় বাসিন্দা ফারুক মিয়ার বাড়ির লোকজন ছুটে এসে বাচ্চাটিকে দেখেন এবং কান্নার কারন জানতে চায়।তখন শিশুটি ইশারায় জানায় যে তার বাবা পানিতে ডুবে গেছে। এরপর এখলাছ মিয়াকে খোঁজতে জাল ফেলে এবং বিভিন্ন উপায়ে চেষ্টা চালায় স্থানীয় লোকজন।সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

দোয়ারা বাজার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল হান্নান বলেন, “আমরা স্থানীয়দের সহায়তায় প্রথমে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু লাশ না পাওয়ায় সুনামগঞ্জ থেকে ডুবুরি দল আনি। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ১টা ৪৫ মিনিটে লাশটি উদ্ধার করা হয়।” উদ্ধার অভিযান শেষে লাশ থানায় হস্তান্তর করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, এখলাছ মিয়া উচ্চ রক্তচাপের রোগী ছিলেন, এটাই তার দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।