শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

শান্তিগঞ্জে এইচএসসিতে পাসের হার ৮৯.৮৮ শতাংশ, জিপিএ-৫ মাত্র দুটি

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯.৮৮ শতাংশ৷ এবং আলিমে পাসের হার ৮৯.০১ শতাংশ।

এইচএসসিতে উপজেলার চারটি কলেজের ৪শত ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪শত ২৩ জন। ফেল করেছে ৫৮ জন৷ জিপিএ-৫ পেয়েছে মাত্র দুজন৷ ৯৫.৮৩ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলের শীর্ষে আছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ৷ তবে পুরো উপজেলার মধ্যে প্রাপ্ত দুটি জিপিএ-৫ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের। ৭৭.৮৪ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলে সবচেয়ে তলানিতে আছে আব্দুল মজিদ কলেজ।

মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন। ফেল করেছে ৬ জন। এতে পাশের হার ৮৯.০১ শতাংশ। জিপিএ-৫ মাত্র একটি৷ রেজাল্টের শীর্ষে আছে আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা।

ফলাফলের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এবার ফলাফল ভালোই হয়েছে৷ যেকল শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিব। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমরা মনিটরিং কার্যক্রম জোরদার করবো৷