শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

শান্তিগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শান্তিগঞ্জ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার(১৬ অক্টোবর) শান্তিগঞ্জ থানায় একই গ্রামের মাহমুদ আলীর ছেলে জাহিদ মিয়ার(১৪) বিরুদ্ধে এমন অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা৷

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় ওই শিশুটি অন্যান্য শিশুদের খেলতে দেখে খেলায় অংশগ্রহণ করতে গেলে অভিযুক্ত জাহিদ মিয়া অগোচরে শিশুটির মুখ চেপে ধরে কুলে করে তার বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে বসতঘর থেকে তাড়িয়ে দিলে ব্যাথা পেয়ে শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা খারাপ হওয়ায় তারা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন৷ এই ঘটনার উপযুক্ত বিচার ও অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষার্থীর বাবা৷

অভিযুক্ত জাহিদ মিয়া ফোন বন্ধ করে পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ধর্ষণের শিকার হওয়া শিশুর বাবা বলেন, আমার এই ছোট মেয়েটাকে ধর্ষণ করেছে। আজ ৩ দিন হলো কোন সান্ত্বনাই পাইনি। আমি গরীব মানুষ দিন আনি দিন খাই৷ আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই৷

অভিযোগের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম আলী বলেন, শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছি৷ মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।