শিরোনাম:
বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি বিক্ষোভ মিছিল

ইন্টারনেট বকেয়া বিল চাইতে গিয়ে ছাত্রলীগ নেতার মারধরের শিকার বিলম্যান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ আইনেট ওয়াফাই ইন্টারনেটের গ্রাহকের বিল চাইতে গেলে বিলম্যানকে বেধরক মারধর করেন ছাত্রলীগ নেতা উব্বিয়া মোবারক নাবিল।

শনিবার বেলা আড়াইটার দিকে পৌর শহরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়,শনিবার বিকেলে সুনামগঞ্জ আইনেট ওয়াইফাই ইন্টারনেট প্রতিষ্টানের দুই মাসের বকেয়া বিল ছিলো ছাত্রলীগ নেতা উব্বিয়া মোবারক নাবিলের কাছে।  শনিবার ঐ নেতার বাসায় বিল আনতে গিয়ে বিল চাইলে বিল দিবেনা বলে জানায়, এসময় বিল না দেয়ার কারন জানতে চাইলে সে বিলম্যানের উপর চড়াও হয়। এক পযার্য়ে সে বিলম্যান সুদীপকে বেদরক মারপিট করতে থাকে পরে গুরুতর আহত অবস্থায় বিলম্যানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা।


আহত সুদিপ জানান, আইনেটের দুইমাস ধরে সে বিল দিচ্ছেনা তাই বকেয়া বিল চাইলে গেলে আমাকে মারধর শুরু করে। আমার মাথা চোখ গুরুতর জখম হয়েছে। আমি কোন রকম প্রাণে বেচে ফিরেছি। আমি হাসপাতালে ভর্তি আছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।