শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

ইন্টারনেট বকেয়া বিল চাইতে গিয়ে ছাত্রলীগ নেতার মারধরের শিকার বিলম্যান

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ আইনেট ওয়াফাই ইন্টারনেটের গ্রাহকের বিল চাইতে গেলে বিলম্যানকে বেধরক মারধর করেন ছাত্রলীগ নেতা উব্বিয়া মোবারক নাবিল।

শনিবার বেলা আড়াইটার দিকে পৌর শহরের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়,শনিবার বিকেলে সুনামগঞ্জ আইনেট ওয়াইফাই ইন্টারনেট প্রতিষ্টানের দুই মাসের বকেয়া বিল ছিলো ছাত্রলীগ নেতা উব্বিয়া মোবারক নাবিলের কাছে।  শনিবার ঐ নেতার বাসায় বিল আনতে গিয়ে বিল চাইলে বিল দিবেনা বলে জানায়, এসময় বিল না দেয়ার কারন জানতে চাইলে সে বিলম্যানের উপর চড়াও হয়। এক পযার্য়ে সে বিলম্যান সুদীপকে বেদরক মারপিট করতে থাকে পরে গুরুতর আহত অবস্থায় বিলম্যানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা।


আহত সুদিপ জানান, আইনেটের দুইমাস ধরে সে বিল দিচ্ছেনা তাই বকেয়া বিল চাইলে গেলে আমাকে মারধর শুরু করে। আমার মাথা চোখ গুরুতর জখম হয়েছে। আমি কোন রকম প্রাণে বেচে ফিরেছি। আমি হাসপাতালে ভর্তি আছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।