দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সিএনজি চালিত অটো রিক্সা বেবিটেক্সী ও টেক্সী কার মালিক সমিতি ও শ্রমিক উপশাখার কমিটি বাতিল করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সকালে সিএনজি চালিত অটো রিক্সা বেবিটেক্সী ও টেক্সী কার মালিক সমিতি ও উপশাখা শ্রমিক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে মালিক ও শ্রমিকদের উপস্থিতিতে সাত সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির আহবায়ক হিসেবে নিযুক্ত হন দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী,সদস্য এরশাদুর রহমান( বর্তমান ইউপি সদস্য),মনিরুল ইসলাম (মনদি),আবু হানিফা,হাফিজুর রহমান,ফিরুজ মিয়া,মুহাম্মদ আলী।