শিরোনাম:
ফেক আইডি ফাঁসের জেরে অপপ্রচারের শিকার তরুণ উদ্যোক্তা জাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারদের তাহিরপুরে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ সুনামগঞ্জের নদীর পাড়ে ময়লার স্তুপ: ঝুঁকিতে জলজ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য ‘বাঁধ ভাঙলে বিলীন হবে প্রজন্ম’ধোপাজানের ভাঙনে হাহাকার ১৫ গ্রামজুড়ে অবৈধ বালু উত্তোলন রোধে যাদুকাটা নদীতে বাঁশের বেড়া স্থাপন, অস্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি ইজারাদারের সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি ঘোষণা বিশ্ব বসতি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত পান্ডারখাল বাঁধে ইট-বালুর স্তুপ: হারাচ্ছে পর্যটন সম্ভাবনা ও পরিবেশ সুনামগঞ্জে সাংবাদিকের উপর হামলার মামলায় নতুন মোড় পুনরায় তদন্তে নেমেছেপিবিআই

যাদুকাটা নদী দিয়ে ভারত থেকে পাথর আনতে গেলে ভারতীয় কর্তৃক বাংলাদেশী যুবককে পিটিয়ে হত্যা।

প্রতিনিধি,তাহিরপুর

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটা দিয়ে রাতের আধাঁরে চুরি করে ভারতে পাথর আনতে গেলে শেখ ফরিদ(৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে ভারতীয়রা। নিহত শেখ ফরিদ লাউড়েরগড় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের গ্রামের মগবুল হোসেনের ছেলে

এ ঘটনাটি ঘটেছে গতকাল (২৩ অক্টোবর বুধবার) দিবাগত রাতে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় সীমান্তের ভারতীয় নলিকাটা থানার গুমাঘাট এলাকায়।

এ তথ্য নিশ্চিত করেন, লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার কামাল হোসেন বলেন, এ খবর আমিও শুনেছি। তবে এখন কেউ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি। আমাদের কাছে আসলে বিএসএফ এর সাথে থাকা বলে এবিষয়ে উদ্যোগ নিতাম।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানাযায়, মঙ্গলবার রাতের কোনএক সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে বারকী নৌকা যোগে পাথর আনতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার যাদুকাটা নদী ভারতের গুমাঘাট এলাকায় যায় শেখ ফরিদসহ কয়েকজন। এ সময় তাদের দেখতে পেয়ে ভারতীয় নাগরিকরা ধাওয়া করলে শেখ ফরিদকে আটক করে। এবং তার সাথে থাকা অন্য পাথর শ্রমিকরা নদীতে ঝাপিয়ে সাঁতার কেটে বাংলাদেশে চলে আসে। পরে গুমাঘাট এলাকার স্থানীয় নাগরিকরা আটককৃত বাংলাদেশী যুবক শেখ ফরিদকে এলোপাতাড়ি পিছিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ খবর বাংলাদেশ ছড়িয়ে পড়লে শেখ ফরিদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মা বাবা ও আত্নীয় স্বজন কান্নায় ভেঙে পড়ে।