শিরোনাম:
নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা।

দোয়ারাবাজারে যৌথ অভিযানে রিভলবারসহ যুবক আটক

দোয়ারাবাজার প্রতিনিধি :সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবি ও র‍্যাব এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে রিভলবারসহ যুবক আটক করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ অক্টোবর) রাত ৯ টার দিকে বিজিবি ও র‍্যাব এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান থেকে আব্দুল সিদ্দিক (২৪)নামের এক যুবককে
রিভলবারসহ আটক করা হয়েছে। আটক যুবক উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের মো: রুস্তম আলীর পুত্র।

বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,র‍্যাব-৯, সুনামগঞ্জ কোম্পানী কমান্ডার মেজর মো: ফয়সাল ও
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) নায়েব সুবেদার মো: আব্দুল সিদ্দিকের নেতৃত্বে র‍্যাব ও বিজিবি সদস্যদের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা বাজার নামক স্থানে বিজিবি ও র‌্যাব এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে আব্দুল সিদ্দিক (২৪)নামের এক যুবককে রিভলবারসহ আটক করা হয়েছে। আটককৃত আসামী সিদ্দিক অস্ত্রসহ র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর হেফাজতে রয়েছে।

এব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামী সিদ্দিক অস্ত্রসহ র‍্যাব-৯, সুনামগঞ্জ এর হেফাজতে রয়েছে।