শিরোনাম:
নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার সুনামগঞ্জ সীমান্তে ভুয়া পুলিশ আটক “বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়”শরী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ বিদবস-২০২৪ অনুষ্ঠিত তাহিরপুরের পাতারগাঁও অবৈধ বাঁধ দিয়ে পানি আটকিয়ে চাদাঁ নেয়ার প্রতিবাদে মানববন্ধন শাল্লায় জুলাই-আগস্টে শহীদদের স্মরণে স্মরণ সভা।

দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন


দোয়ারাবাজার প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত- রোসন আলীর পুত্র, গোলাপগঞ্জ থানার সাব ইন্সপেক্টর দেলোয়ার হোসেন এর বাবা বীর মুক্তিযোদ্ধা কাছম আলী (৭০) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার ভোর ৬ টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা কাছম আলী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান সমস্যায় ভোগছিলেন।

শুক্রবার জুম্মা নামাজের শেষে ২ঘটিকায় শরীফপুর প্রাইমারি স্কুলের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা কাছম আলী কে সুরমা ইউনিয়ন শরীফপুর গ্রামের কবরস্থানে সমাহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, দোয়ারাবাজার থানার সাব ইন্সপেক্টর তদন্ত অফিসার শামসুদ্দিন এবং এস আই বাবলু রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফল আলীসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।