শিরোনাম:
সুনামগঞ্জে ভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত শতকোটি টাকার বালুমহাল: ইজারা নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুইপক্ষের দ্বন্দ্ব, ডিবি তুলে নিয়ে অর্থ আদায়ের অভিযোগ সংবাদ প্রকাশের জেরে তাহিরপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ফ্যাসিবাদবিরোধী কণ্ঠ থেকে কেন্দ্রীয় সংগঠক—ইমনদ্দোজার নতুন রাজনৈতিক সূচনা নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল চালকের বাঁশখালীর আত্মত্যাগে অনুপ্রাণিত সুনামগঞ্জে পরিচ্ছন্ন জ্বালানির দাবিতে মানববন্ধন যাদুকাটায় বিআইডাব্লিউটি’র নামে শ্রমিকদের মারধর করে চাঁদাবাজি প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জে মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক সুনামগঞ্জ হেল্পলাইনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হাওরের ফসল রক্ষায় স্থাপন করা সুইচ গেটঃ দুর্ভোগে ২ হাজার কৃষক পরিবার

সুনামগঞ্জ সীমান্তে অর্ধকোটি টাকা ভারতীয় পণ্য আটক

তাহিরপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)র জোয়ানরা অভিযান চালিয়ে ট্রাক ও পিকআপসহ ৫০ লাখ ৫৪ হাজার ৯শত টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করে।

গতকাল রবিবার রাত ১টার সময় জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বালুসহ মাহিন্দ্রা ট্রাক্টর, পিকআপ এবং একই দিনে চাঁনপুর, চারাগাঁও এবং বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে অভিযান চালিয়ে আপেল-২০০ কেজি, মদ-৩৪ বোতল, চিনি-৩২৯০ কেজি, কয়লা-৩৪৫৫ কেজি এবং ১টি মোটর সাইকেল আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানাযায়, লাউড়েরগড় সীমান্তের ৫নং বাঁধাঘাট ইউনিয়নের মোনাইপাড়া গ্রাম সংলগ্ন ভারতীয় মনাইছড়া থেকে স্থানীয় একটি অসাধু বালু খেকো সিন্ডিকেট চক্র ট্রাক ও পিকআপ ভর্তি করে অবৈধভাবে খনিজ বালু পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে লাউরগড় বিওপির সুবেদার মো: মোস্তফা কামাল এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রবিবার ১ টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে সীমান্ত মেইন পিলার ১২০৭/এমপি এর নিকটবর্তী মোনাইপাড়া নামক স্থান থেকে ৭০০ ঘনফুট ভারতীয় বালু ভর্তি ৩টি মাহিন্দ্রা ট্রাক্টর এবং ১টি পিকআপ আটক করে। এ সময় বিজিবির উপস্তিতি টের পেয়ে বালু পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। যার আনুমানিক সিজার মূল্য ৪৩ লাখ ১৪ হাজার টাকা। অপরদিকে একই দিনে তাহিরপুর উপজেলার চাঁনপুর, চারাগাঁও বিওপি এবং বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ২০০ কেজি আপেল, বিভিন্ন ব্রান্ড এর ৩৪ বোতল মদ, ৩২৯০ কেজি চিনি,৩৪৫৫ কেজি কয়লা এবং ১টি মোটর সাইকেল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-৭ লাখ ৪০ হাজার ৯ শত টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে সবধরনের অবৈধ কর্মকাণ্ড এবং চোরাচালান বন্ধে বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে। এবং সীমান্তে অবৈধ কর্মকাণ্ড এবং চোরাচালান কমিয়ে আনতে অভিযানের পাশাপাশি সীমান্তে বসবাসকারী মানুষদের নিয়ে প্রতিনিয়তই মতবিনিময় সভা করাসহ বিজিবির পক্ষ থেকে সীমান্তে বসবাসকারী মানুষের মাঝে বিভিন্ন প্রণোদনাও দেয়া হচ্ছে।