তাহিরপুর প্রতিনিধিঃ
আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী(অবঃ)।
তিনি মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহগঞ্জ শ্রীপুরের মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন করে কথা গুলো বলেন।
এসময় কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী(অবঃ)আর বলেন,ছাত্র আন্দোলন করোক আমরা চাই না তারা আন্দোলনের পূর্ব আমাদের সাথে আলোচনা বসে সমাধান না হলে তার পর আন্দোলন। সরকার ও আমরা ছাত্রদের বিরুদ্ধে কোন পদক্ষেপে নিতে বা কঠোর হতে চাই না। কারন তারা আমাদের সন্তান,কারো ভাই,কারো বোন। তারা তাদের ন্যায় সংগ্রহ দাবি জানেবে। আমরা তাদের বুঝিয়ে চেষ্টা করব আন্দোলন থামাতে।
তিনি আরও জানান,ছাত্ররা রাস্তায় না নেমে দাবী নিয়ে আলোচনা করতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানে এসেও তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে। ছাত্রদের প্রতিনিধি গিয়েও আমাদের সাথে আলোচনা করতে পারে। এক কলেজের সাথে আরেক কলেজের সাথে যে সমস্যা হচ্ছে ছাত্রদের প্রতিনিধি ও শিক্ষকরা বসে আলোচনা করতে পারে। আমরা অনুরুধ করব ছাত্র ঢ়েন রাস্তায় না নামে। দাবী নিয়ে আলোচনা করে। আমরা চাই না কঠোর হতে। কঠোর হলে আপনরাই বলবেন আগের সরকারের মত হয়ে গেছি। আমরা চাই না আগের সরকারের মত লিথাল উইপন ব্যবহার করতে। আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই।
পরে গোরমার হাওর ও টাংগুয়ার হাওর পরিদর্শনে যান দুই উপদেষ্টা। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা গন উপস্থিত ছিলেন।